ডুলাহাজারা ইউনিয়নের মধ্যে অনেক জ্ঞানী গুণী লোকের বসবাস শত শত বছর আগে থেকে তাদের মধ্যে যাদের কবর সমূহকে নিয়ে তাদের ভক্ত গণ বিভিন্ন অনোষ্ঠান পালন করেন সেইরকম একটি স্থান হল ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং
ছগিরশাহাকাটা ।
যার নাম অনুসারে ঐএলাকার নাম করন করা হয় হয়রত ছগিরশাহা (রা:) ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস